Awas Yojana: ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। ABP Ananda Live
ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। বকেয়া কেন্দ্রের টাকা, ভরসা না করে এবার রাজ্যই দেবে আবাসের টাকা। ১১ লক্ষ মানুষকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। 'উপভোক্তা পিছু তিন কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য, ২০ ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা' , নবান্নে পঞ্চায়েত, পূর্ত দফতরের সচিবদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে সিদ্ধান্ত। ভার্চুয়ালি সমস্ত জেলার ডিএমের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের।
রাতে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হল টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলকে। সূত্রের খবর, শিয়ালদা আদালত থেকে গতকাল জেলে ফেরার পর অসুস্থ বোধ করেন অভিজিৎ। স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন OC-কে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়। আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময়, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন টালা থানার প্রাক্তন OC। সেই সময় একজন পুলিশ কর্মী তাঁকে ধরে ফেলেন। এরপর জেলে ফিরে হাসপাতালে ভর্তি হন টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল।