Durga Puja 2024: ভোগ খাওয়া, হই-হুল্লোড়ের অপেক্ষা, ঘটক বাড়ির বড়-দুর্গার প্রস্তুতি তুঙ্গে। ABP Ananda Live

Continues below advertisement

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্য়তম ঐতিহ্য়বাহী পুজো গোপালমাঠে গ্রামের বড় দুর্গা। প্রায় সাড়ে তিনশো বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। রাষ্ট্রায়ত্ত্ব ইস্পাত কারখানা তৈরির জন্য় জনবসতি পাশে উঠে এলেও ঐতিহ্য়বাহী এই পুজোয় কোনও ছেদ পড়েনি। 

সাড়ে তিন দশকের ঐতিহ্য়বাহী পুজো। নয় নয় করে পেরিয়ে গেছে প্রায় সাড়ে তিনশো বছর। আজও একইরকম স্বমহিমায় পূজিত হচ্ছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপালমাঠ গ্রামের বড় দুর্গা। ঘটক বাড়ির ঐতিহ্য়বাহী এই পুজোকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। প্রায় সাড়ে তিনশো বছর আগে দুর্গাপুরের আটটি গ্রামের একটাই জাঁকজমক পুজো ছিল। গ্রামগুলো যেখানে অবস্থিত ছিল, প্রায় সত্তর বছর আগে সেখানে রাষ্ট্রায়ত্ত্ব ইস্পাত কারখানা তৈরি হওয়ায় জনবসতি পাশে উঠে যায়। পরে বর্তমান গোপালমাঠে বসতি গড়ে উঠলে সেখানে ফের পুজো শুরু হয়। প্রত্য়েক বছর দুর্গাপুজোয় সেজে ওঠে গোপালমাঠ গ্রামের ঘটক বাড়ি। ঐতিহ্য়বাহী ঘটক বাড়ির এই পুজোর বিশেষত্ব সপ্তমীর সকালে বাড়ির মহিলাদের সিঁদুর খেলা। সপ্তমীর সকালে পাল্কিতে দোলা নিয়ে আসা হয়। তারপরে সিঁদুর খেলেন বাড়ির মহিলারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram