West Midnapore: বিকল জেনারেটর, বিদ্যুৎ গেলে মোমবাতিই ভরসা চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের! ।Bangla News
Continues below advertisement
বিকল হাসপাতালের জেনারেটর। বিল বকেয়া থাকায় ভাড়া করা জেনারেটরও চলে না। এই অবস্থায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ডুবে যায় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল। ভোগান্তির শিকার রোগীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিকল হাসপাতালের নিজস্ব জেনারেটর। পাশাপাশি, জেনারেটর ভাড়া বাবদ হাসপাতালের কাছে প্রায় ১৪-১৫ লক্ষ টাকার বিল বকেয়া রয়েছে খড়গপুরের একটি সংস্থার। সেই কারণে ওই সংস্থা চলতি বছরের জানুয়ারি মাস থেকে জেনারেটর পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনেও রাতে অস্ত্রোপচার করা যাচ্ছে না। সমস্যার কথা মানছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। ছোট হাসপাতালের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জেনারেটরের ব্যবস্থা করা হয়, দাবি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।
Continues below advertisement
Tags :
West Medinipur ABP Ananda Bengali News ABP Ananda Digital Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Live Chandrakona Rural Hospital এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Chandrakona Rural Hospital Defective Generator