Anisur Rahman Arrest: হাইকোর্টের নির্দেশের পরেই গ্রেফতার আনিসুর রহমান

Continues below advertisement

ছাড়া পেয়েও ফের গ্রেফতার আনিসুর রহমান। কোলাঘাট থেকে গ্রেফতার করা হল আনিসুর রহমানকে (Anisur Rahman)। পাশকুঁড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুর রহমান। আনিসুর রহমানের মামলা প্রত্যাহারের খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। তমলুক আদালতের নির্দেশ খারিজ করল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরেই গ্রেফতার আনিসুর। অন্যদিকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভায় বিজেপিতে (BJP) যোগদান করলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। এই নিয়ে বাবুল সুপ্রিয়ো (Babul Supriyo) বলেন, "উনি যে বিজেপিতে যোগ দেবেন সেই নিয়ে আমাদের সঙ্গে এক মাস ধরেই কথা হচ্ছে। পুরনো বৈরিতা ভুলে আমরা আসানসোলকে বিরোধী শূন্য করার চেষ্টা করব। পুরনো কাসুন্দি এই সময় ঘেঁটে লাভ নেই।" জিতেন্দ্র তিওয়ারির দল বদল নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "অনেকেই যাচ্ছেন। আবার অনেকেই বিজেপির থেকে তৃণমূলে ফিরছেন। জনতার আস্থা, জনতার ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি রয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram