Central Force: 'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী', নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। ABP Ananda Live

Continues below advertisement

'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী'। শুভেন্দু অধিকারীর মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির, 'রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ আছে'। 'ফলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন'। 'কোনও অভিযোগ যেন না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে কমিশনকে'। 'আদালত আশা করে ভোট শান্তিপূর্ণ হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে'। 'কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিদ্ধান্ত নেবেন বিএসএফের আইজি'।'রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের কর্তারা বিএসএফের আইজি-কে সাহায্য করবে'। নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির সম্পূর্ণ বাহিনী ৮ জুলাইয়ের আগে রাজ্য আসতে সমস্যা আছে, জানাল কেন্দ্র। 'বারবার অনুরোধের পর ৮ জুলাই রাত ৯টায় জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা জানানো হয়েছে'। তবে তার আগে ৮০ শতাংশ বাহিনী পৌঁছে যাবে, আদালতকে আশ্বাস কেন্দ্রের। 'স্পর্শকাতর এলাকায় বেশি কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কিছু বুথে জওয়ান দেওয়া সম্ভব নয়', হাইকোর্টে জানালেন কেন্দ্রের আইনজীবী

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram