Lok Sabha election 2024: পুরীর বিজেপি প্রার্থীর মন্তব্যের তীব্র নিন্দা নবীন পট্টনায়কের
ABP Ananda LIVE: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিপুরীতে মেগা রোড শো করেন। জগন্নাথধামে মহাপ্রভুর পুজোও দেন প্রধানমন্ত্রী। সম্বিত পাত্র মোদির পুরীর আগমন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত।’এই বক্তব্যের জন্য নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন সম্বিত। 'আজ মহাপ্রভু শ্রী জগন্নাথের বিষয়ে আমার যা ভুল হয়েছে, তার জন্য আমি অত্যন্ত পিড়িত। আমি মহাপ্রভু শ্রী জগন্নাথর কাছে মাথা নত করে ক্ষমাপ্রার্থনা করতে চাই। আমি এই ভুল সংশোধন করার জন্য আগামী ৩ দিন উপবাসে থাকব। জয় জগন্নাথ। 'বিতর্কের মুখে ক্ষমা চাইলেন সম্বিত পাত্র। পুরী লোকসভা কেন্দ্রের প্রচারে সোমবার সৈকত শহরে প্রচার করেছেন মোদি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে 'ভুল' মন্তব্য করে বসেন বিজেপি নেতা। বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল ভারতীয় রাজনীতির আঙিনা। 'নরেন্দ্র মোদির (Narendra Modi)ভক্ত প্রভু জগন্নাথ', সম্বিত পাত্রের মন্তব্যে বিতর্ক। পুরীর (Puri)বিজেপি প্রার্থীর মন্তব্যের তীব্র নিন্দা নবীন পট্টনায়কের। মোদি নিজেকে ভগবান ভাবলে, পাপের লঙ্কার পতন নিশ্চিত, আক্রমণে রাহুল। ভক্তদের ভাবাবেগে আঘাত, সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। মুখ ফস্কে ভুলবশত বলে ফেলেছি, বিতর্কের মুখে সাফাই পুরীর বিজেপি প্রার্থীর।