Lok Sabha Election 2024: 'মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে', অভিজিৎ নিয়ে মন্তব্য শমীকের। ABP Ananda Live

Continues below advertisement

 Abhijit Gangopadhay: পুলিশের এফআইআরের ভিত্তিতে আগামী ১৫ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে তমলুকের বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhay) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তমলুকে অশান্তির ঘটনায় শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে এফআইআর করেছিল পুলিশ। বৃহস্পতিবার সেই মামলার শুনানির শেষে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও রকম তদন্ত করা যাবে না এই মামলায়। আগামী ১৫ জুন পর্যন্ত তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দ্রুত এই মামলার তদন্ত করার আর্জি জানানো হয় রাজ্য সরকারের তরফে। বলা হয়, ঘটনার প্রবাহ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না প্রশাসন। তাই এই মামলার তদন্ত করে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করা দরকার। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হেনস্থা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ দায়ের করেছে পুলিশ। শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশেই এই কাজ করেছে তারা। তাই আদালত যেন সবদিক খতিয়ে দেখে এই বিষয়ে নির্দেশ দেয়। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram