LokSabha Election Result 2024: ইন্ডিয়া জোটের তরফেও নীতীশ-নায়ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা

Continues below advertisement

ABP ananda LIVE: ফের 'এনডিএ' (NDA)সরকার নাকি সরকার গঠনে ঝাঁপাবে 'ইন্ডিয়া'(INDIA Allaince)? এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এখন 'N' ফ্যাক্টর। সরকার গড়তে দুই শরিক নেতা নীতীশ ও নায়ডুর দিকে তাকিয়ে মোদি। ইন্ডিয়া জোটের তরফেও নীতীশ-নায়ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা: সূত্র। খাড়গের বাড়িতে সন্ধেয় ইন্ডিয়া জোটের ২৭ বিরোধী নেতার বৈঠক। তৃতীয় বার সরকার গঠনের রণকৌশল নিয়ে আজ বৈঠকে বসবে এনডিএ। একই বিমানে দিল্লি পৌঁছলেন নীতীশ-তেজস্বী। চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে দেখা করতে পারেন অখিলেশ। নীতীশ কুমারের সঙ্গেও কথা বলার ভার অখিলেশের উপর: সূত্র।'

ভোটের ফলপ্রকাশের (Election Result 2024) পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী (PM Modi On NDA Performance)। 'টানা তিনবার এনডিএ-র ওপর আস্থা রাখল জনতা। দেশের ইতিহাসে অভূতপূর্ব ফল হয়েছে। দেশবাসীর আকাঙ্খা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি', এক্স হ্যান্ডলে পোস্ট নরেন্দ্র মোদির। এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল এনডিএ। আলাদাভাবে বিজেপি ৩৭০ আসনের জন্য লড়াই করে। কিন্তু, আজ সকালে, ভোটগণনা শুরু হওয়া ইস্তক দেখা যায়, 'এনডিএ'-কে 'কাঁটে কা টক্কর' দিচ্ছে 'ইন্ডিয়া' ব্লক। এখনও পর্যন্ত যা ছবি তাতে দেখা যাচ্ছে, ২৯২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ, ২৩৩ আসনে এগিয়ে 'ইন্ডিয়া' ব্লক, অন্যান্যরা ১৮টি আসনে এগিয়ে রয়েছে। আর এককভাবে ধরলে এখনও পর্যন্ত বিজেপি ২৪০ আসনে এগিয়ে। অর্থাৎ একার জোরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। গত দু'দফার পুনরাবৃত্তি কেন হল না এই বার? সূত্রের খবর, এই নিয়ে কাঁটাছেড়া হতে পারে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকে। তবে মোদি-শাহ জুটির 'ম্যাজিক' যে ভাবে এবার ধাক্কা খেয়েছে, সেটা স্পষ্ট। এর মধ্যে প্রধানমন্ত্রীর 'এক্স' পোস্ট। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram