Narendra Modi Cabinet: বারোটা লোকসভা আসন জিতলেও, এবারও কেন্দ্র থেকে কোনও পূর্ণমন্ত্রী পেল না বাংলা

Continues below advertisement

ABP Ananda LIVE: বারোটা লোকসভা (loksabha)আসন জিতলেও, এবারও কেন্দ্র থেকে কোনও পূর্ণমন্ত্রী পেল না বাংলা(west bengal)। গতবার বাংলা থেকে ৪জন প্রতিমন্ত্রী ছিলেন। এবার সংখ্য়াটা কমিয়ে করা হল ২। যদিও একাধিক রাজ্যে বিজেপি এর থেকেও খারাপ ফল করার পরও, সেখান থেকে একাধিক পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

'ভোটে প্রমাণিত, কলকাতায় (Kolkata)শক্তি বাড়ছে বিজেপির'(BJP)। 'কলকাতার অনেক পুর এলাকায় এগিয়ে বিজেপি'। 'হরিহরপাড়ায় বিজেপির ক্ষমতা নেই, তাহলে কী করে হামলা?' 'বোমাই বাংলার(west bengal) কুটির শিল্প, আরও বিস্ফোরণ ঘটবে' ।'ভোটের পরে হিংসার তীব্রতা বাড়ছে, খাবার জল আটকাতে কলও তুলে নেওয়া হয়েছে'। 'ভোট হতেই পরিবর্তন, তৃণমূলকে জেতানোর দায়িত্ব ডিএম-এসপির'। জেতাতে না পারলেই বদলি হবে: সুকান্ত মজুমদার।'আমি জেতায় দক্ষিণ দিনাজপুরেও হয়তো ডিএম বদলি হবেন'। 'নিউটাউনে(newtown) সোহমের(soham chakraborty) মস্তানি, আক্রান্তের জেলে ঢোকাই নিয়ম'। যে আক্রান্ত, তার বিরুদ্ধেই মামলা: সুকান্ত মজুমদার । 'প্রতি ২ মাসে ওয়েব সিরিজের মতোই বিস্ফোরণের খবর আসবে'। বাংলাকে আফগানিস্তান বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী: সুকান্ত মজুমদার। দল কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমি দায়িত্বে: সুকান্ত মজুমদার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram