LoKSabha Election Result 2024: ভোট মিটতেই মিনাখাঁয় ফিরলেন আগের এসডিপিও আমিনুল ইসলাম

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোট(loksabha election) মিটতেই মিনাখাঁয় ফিরলেন আগের এসডিপিও (SDPO)। মিনাখাঁর এসডিপিও পদে ফেরানো হল আমিনুল ইসলাম খানকে। সন্দেশখালিকাণ্ডে মিনাখাঁর তৎকালীন এসডিপিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। 'শেখ শাহজাহানের শাগরেদ উত্তম সর্দারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই'। সন্দেশখালিকাণ্ডের সময় দাবি করেন আমিনুল ইসলাম খান। সন্দেশখালিকাণ্ডের তদন্তে আমিনুলের বাড়িতেও যায় সিবিআই। বসিরহাটে ভোটের আগে আমিনুলকে সরিয়ে অমিতাভ কোনারকে এসডিপিও করে কমিশন। ভোট মিটতেই আমিনুল ইসলাম খানকে ফেরানো হল মিনাখাঁর এসডিপিও পদে। অমিতাভ কোনারকে পাঠানো হল হাওড়ার ডিএসপি হেডকোয়ার্টার পদে।

কসবায় ২ তৃণমূল কাউন্সিলরের সংঘাতেও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। পুলিশকে বলেছি এসব বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে দফায় দফায় অশান্ত কসবা । তৃণমূলের ২ কাউন্সিলর ঘনিষ্ঠদের সংঘর্ষ, গুলি-বোমায় অশান্ত কসবা। পুলিশকে কড়া হাতে পদক্ষেপ নিতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।  অন্যদিকে, ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভর্ৎসনা নেত্রীর। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর । ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল । 'শান্তি কে আছে, কেন এরকম হবে?' নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র-- নবান্নে নেত্রীর সঙ্গে বৈঠকে হাজির মানিকতলা বিধানসভা কেন্দ্রের ৬ কাউন্সিলর । নবান্নের বৈঠকে হাজির ডেপুটি মেয়র অতীন ঘোষ, কাউন্সিলর অমল চক্রবর্তী। নবান্নের বৈঠকে হাজির কুণাল ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram