Mamata Banerjee Rally: 'শীতলকুচির বুলেটের বদলে ব্যালট চাই', চাকুলিয়ায় মমতা

Continues below advertisement

চাকুলিয়ায় (Chakulia) নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে। বিনামূল্য খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস (TMC) সরকার। ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে করে দেওয়া হয়েছে’। পাশাপাশি রাস্তা, পানীয় জল প্রভৃতি বিভিন্ন কাজের খতিয়ান দেন মমতা। তিনি বলন, ‘ভোট নষ্ট করবেন না। বিজপি (BJP) যাতে বাংলায় এনপিআর, এনআরসি করতে না পারে, তাঁর জন্য সবাইকে ভোট দিতে হবে। শীতলকুচির (Sitalkuchi) বুলেটের বদলে আমরা ব্যালট চাই।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram