Mamata injury political reaction: 'দ্রুত আরোগ্য কামনা করছি', প্রতিক্রিয়া নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্য়ায়ের
নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় আনা হল তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। চোট পাওয়ার পর তিনি গাড়ির সামনের সিটেই বলেছিলেন। পরে যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাঁকে পিছনের সিটে বসানো হয়। তাঁর এই আঘাত নিয়ে নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্য়ায় বলেন, "তাঁর চোট পাওয়া দুর্ভাগ্যজনক। দ্রুত আরোগ্য কামনা করছি। ভাল থাকুন। ১০ বছর ধরে ওঁনার এই চক্রান্তের অভিযোগ শুনেছি। পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন নেই। যাঁরা বলছেন নাটক তাঁরা বেশি ভাল বলতে পারবেন এটা নাটক না কি সত্যি। তাঁরা এতদিন ওঁনার নাটকের সঙ্গে থাকতেন।"