'জয়প্রকাশকে টিকিটই দেয়নি, মুকুলকে পাঠিয়েছে কৃষ্ণনগরে', খোঁচা মমতার, দেখুন Ananda Sakal

Continues below advertisement

বিজেপির (BJP) প্রার্থীতালিকা নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, ‘যারা বিজেপি করত তাঁদের টিকিট দেয়নি। জয়প্রকাশকেও দেয়নি। মুকুলকে (Mukul Roy) পাঠিয়েছে কৃষ্ণনগরে। মুকুল, শুভেন্দুর (Suvendu Adhikari) মতো খারাপ নয়। সিপিএম-এর (CPM) হার্মাদ, তৃণমূলের (TMC) গদ্দারদের ভোটে দাঁড় করিয়েছে বিজেপি। দলটাই ধার করা’। তাঁর মন্তব্যের জবাব দিয়েছেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। তিনি বলেন, ‘বিজেপি কাকে প্রার্থী করল তাতে মমতার এত চিন্তা না করলেও হবে। মুকুলবাবু ও আমার মধ্যে সমস্যা তৈরি চেষ্টা করছেন তিনি। তাঁর হতাশা প্রকাশ পাচ্ছে’। অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করতে গিয়ে বিজেপির একাধিক নেতার জন্য সহানুভূতি দেখালেন তৃণমূল নেত্রী। দলত্যাগীদের নিয়ে মমতা বলেন, ‘আসল লোক না হলে সে থাকে না। অমিতবাবু নিজের দলের লোককে ঠকিয়েছেন। তৃণমূলকে ভাঙতে গিয়ে নিজের দলকে ভাঙলেন’। কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘আমরা মুকুল রায়ের যোগ্যতাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। যারা ভোটে দাঁড়াননি তাঁরা লড়াচ্ছেন সবাইকে’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram