PM Modi Kanthi Rally: 'BJP সরকার গড়লে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূমিপুত্রই হবেন', কাঁথিতে আশ্বাস মোদির

Continues below advertisement

কাঁথিতে (Kanthi) নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি (Narendra Modi)। উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ কাঁথি (Contai) সহ জেলার প্রার্থী ও নেতা-কর্মীরা। সভামঞ্চে মোদি বলেন, ‘দিদি, কোন ভারতবাসী এখানে বহিরাগত নয়। সবাই ভারতমাতার সন্তান। এই বাংলা থেকে গুরুদেব এক মালায় সব ভারতবাসীকে গেঁথেছিলেন। আর সেই বাংলায় দিদি বহিরাগত তত্ত্ব তুলছেন। আমাদের অপমান করা হচ্ছে, মজা করা হচ্ছে। কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মানুষ কাউকে বহিরাগত ভাবে না। বাংলায় যে বিজেপি সরকার গঠন হতে চলছে, তাতে মুখ্যমন্ত্রী এই বাংলার ছেলেই হবে। গণতন্ত্রে হার-জিত মানুষের জন্য করা সেবার উপর নির্ভর করে। আপনারা মমতা দিদিকে ১০ বছর কাজ করার সুযোগ দিয়েছেন। তাঁর উচিত ছিল আপনাদের মাঝে এসে তাঁর কাজের হিসাব দেওয়া। কিন্তু দিদি হিসাব দিচ্ছেন না। হিসাব চাইলে গালাগালি দিচ্ছেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram