West Bengal Elections 2021: তৃণমূলের ইস্তাহার দেখে বিজেপির ঘুম উড়ে গেছে, দাসপুরে হুঙ্কার অভিষেকের
দাসপুর জনসভায় আজ বক্তব্য রাখলেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলছেন ডবল ইঞ্জিন সরকার চাই, তাতে চুরপি করতে সুবিধা হবে। মোদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বন্ধের খবর রাখেন। অনাহারে পরিযায়ী শ্রমিক মারা গেলে প্রধানমন্ত্রী খবর রাখেন না। উত্তরপ্রদেশের দলিত মেয়ের অত্যাচারে মৃত্যু হলে খবর রাখেন না। বিজেপি ফেসবুক, হোয়াটসঅ্যাপে বেঁচে আছে। বিজেপি নেতারা এসে বলছেন সোনার বাংলা গড়ব। দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা দেবেন, সেই দুধে সোনার বাংলা গড়বে। বিজেপি নেতাদের জেদ বহিরাগত দিয়ে বাংলা গঠন করবে। আমাদের জেদ বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত করব।
মোদি বলেছিলেন বছরে ২ কোটি চাকরি দেব। কালো টাকা ধ্বংস করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আজ দেশের অর্থনীতি রসাতলে। নোটবন্দির সময় ৫০ দিন সময় চেয়েছিলেন। ৫ বছরে কিছু করে উঠতে পারেননি। সোনার বাংলা গড়তে এখন ৫ বছর চাইছেন। ৫০ বছরেও কিছু করতে পারবেন না। তৃণমূল সরকার ১০ বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে। মোদির ৭ বছরের রিপোর্ট কার্ড কোথায়? বিতর্কে যোগ দিতে চ্যালেঞ্জ জানাচ্ছি, ১০-০ গোলে হারাব। তৃণমূল ইস্তেহার প্রকাশের পর বিজেপি নেতাদের ঘুম উড়ে গেছে। বাংলার মেয়েদের মাসে ৫০০ টাকা হাত খরচ দেবে রাজ্য সরকার।
কৃষকদের ৬ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা দেবে রাজ্য। জুন থেকে মেধাবী পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট লিমিট। দুয়ারে রেশন ইস্তেহারের সবথেকে বড় ঘোষণা। মোদি সরকার রাজ্যের ১০ শতাংশ মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনতে চেয়েছিল। তৃণমূল সরকার ১০০ শতাংশ মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় এনেছেন। মানুষ ঠিক করুন কোনটা নেবেন।"