WB Election 2021 : ‘ভোটে হেরে TMC-র নেতা-নেত্রীরা নাতি-নাতনিদের সঙ্গে সাপ-লুডো খেলবে', মমতার 'খেলা হবে' মন্তব্যের পাল্টা শমীক
বুধবার হুগলির (Hooghly) ডানলপ (Dunlop) ময়দানে সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চে ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন মমতা। ২১-র নির্বাচনে (Election) খেলা হবে, একদিকে থাকবে সমস্ত বিরোধী দলগুলি আর অন্যদিকে থাকবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলে, "আমি থাকব গোলরক্ষক (Goalkeeper), দেখি কে ক’টা গোল গোলে মারতে পারে। সব গোল বারপোষ্টের উপর দিয়ে চলে যাবে। এই দেশ থেকে বিজেপি বিদায় নেবে।" তাঁর জবাবে এদিন রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেস রক্তের হোলি খেলেছে। তা যাতে না হয় সেই চেষ্টা করছে বিজেপি। মানুষের কাছে ‘খেলা’ বন্ধ করার আবেদন জানালেন তিনি। ভোটে হেরে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা নাতি-নাতনিদের সঙ্গে সাপ-লুডো খেলবে, কটাক্ষ শমীকের।