WB Election Results 2021 Live: রাস্তায় নেমে হুল্লোড় নয়, অসুস্থদের হাসপাতালে নিয়ে যান, আবেদন ডা. অভিজিৎ চৌধুরীর

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা রীতিমতো উচ্ছ্বাসে মেতে উঠেছেন। করোনা বিধি উড়িয়ে আনন্দে মেতে উঠেছেন তাঁরা। এপ্রসঙ্গে চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, "এই ঘটনা শুধু উদ্বেগের নয়, আতঙ্কেরও বটে। আজ অনেকের কাছে অসীম আনন্দের দিন। আমি করজোড়ে চিকিৎসক সমাজ এবং সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেককে অনুরোধ রাখব, দয়া করে রাস্তায় নেমে হুল্লোড় করবেন না। যখন কেউ রাস্তায় নেমে হুল্লোড় করছেন, সেই মুহূর্তে কেউ হয়তো ভেন্টিলেশনে জীবনের জন্য লড়াই করছেন। কেউ যদি জ্বরে কাঁপে, তাঁকে হাসপাতালে নিয়ে যান - আজকের আনন্দের সঠিক অভিব্যক্তি সেটাই হতে পারে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram