WB Election Results 2021 Live: রাস্তায় নেমে হুল্লোড় নয়, অসুস্থদের হাসপাতালে নিয়ে যান, আবেদন ডা. অভিজিৎ চৌধুরীর
Continues below advertisement
তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা রীতিমতো উচ্ছ্বাসে মেতে উঠেছেন। করোনা বিধি উড়িয়ে আনন্দে মেতে উঠেছেন তাঁরা। এপ্রসঙ্গে চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, "এই ঘটনা শুধু উদ্বেগের নয়, আতঙ্কেরও বটে। আজ অনেকের কাছে অসীম আনন্দের দিন। আমি করজোড়ে চিকিৎসক সমাজ এবং সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেককে অনুরোধ রাখব, দয়া করে রাস্তায় নেমে হুল্লোড় করবেন না। যখন কেউ রাস্তায় নেমে হুল্লোড় করছেন, সেই মুহূর্তে কেউ হয়তো ভেন্টিলেশনে জীবনের জন্য লড়াই করছেন। কেউ যদি জ্বরে কাঁপে, তাঁকে হাসপাতালে নিয়ে যান - আজকের আনন্দের সঠিক অভিব্যক্তি সেটাই হতে পারে।"
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Mamata Banerjee TMC BJP Congress Corona Mamata Banerjee Dr. Abhijit Chowdhury West Bengal Election Results West Bengal Election Results 2021 Bengal Election Results 2021 Live Bengal Election Results 2021 WB Election Results 2021 Updates Bengal Election Counting Live Bengal Election Results 2021 Winners List Bengal Election Results 2021 News Nandigram Election Result 2021 Nandigram Election Result 2021 Live Bengal Election Results Nandigram Election Winners Dr. Abhijit Chowdhury