West Bengal Assembly Election 2021: জয়ের বিষয়ে নিশ্চিত হলে শুধু নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়ান মমতা, ট্যুইট বিজেপি নেতাদের, পাল্টা তৃণমূল
ভোটের মুখে বিজেপির নন্দীগ্রাম কৌশল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে জয় নিয়ে নিশ্চিত হন, তাহলে শুধু ওই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন বলে ঘোষণা করুন। এক ভাষায়, একযোগে ট্যুইট করেছেন বিজেপি নেতারা। এদিনই প্রকাশ্যে এসেছে বিজেপির নতুন গান, পিসি যাও। দু’টি বিষয় নিয়েই গেরুয়া শিবিরকে আক্রমণ করেছে তৃণমূল।
১০ বছর পর আবারও ফের বঙ্গ রাজনীতির ফোকাসে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল নেত্রীই নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চেয়েছেন। এই প্রেক্ষিতে অমিত শাহের চ্যালেঞ্জ এবং তার ৪৮ ঘণ্টা পরে এক ডজন বিজেপি নেতার পরপর ট্যুইট! যার ভাষাও এক। বিজেপি নেতা ও নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীর ট্যুইট, নন্দীগ্রাম থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে যদি তিনি নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তাহলে ঘোষণা করুন, শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন। না হলে হারের ভয়ে অন্য কেন্দ্র থেকেও তিনি প্রার্থী হতে পারেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী থেকে তৃণমূল-ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটেও একই কথা।
বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় লিখেছেন, নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যে শুধুমাত্র ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেকথা বলেননি। যদি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হন, তাহলে ঘোষণা করুন। না হলে, এটাই প্রমাণ হবে যে নন্দীগ্রামের ওপর আপনার ভরসা নেই।
পাল্টা এই নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
অন্যদিকে, বঙ্গ নির্বাচনের আগে যে দিন প্রাকাশ্যে এসেছে তৃণমূলের নতুন স্লোগান, সেদিনই নতুন থিম সং প্রকাশ্যে এনেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যে গানের সুরের সঙ্গে মিল আছে ইতালীয় গণ সঙ্গীত বেলা চাও-এর। বিজেপির এই থিম সংয়ে বেলা চাওয়ের বদলে ব্যবহার করা হয়েছে পিসি যাও শব্দবন্ধ। সঙ্গে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে আক্রমণ। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।
সবমিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে তরজার সুর।