West Bengal Assembly Election 2021: 'প্রথম জেলা পরিষদ মালদা দিয়েই বিজেপি শুরু করবে', ঘোষণা Dilip Ghosh-এর

Continues below advertisement

মোদির ব্রিগেডের পরেই তৃণমূলে (TMC) বড় ভাঙন। একদিনে বিজেপিতে (BJP) তৃণমূলের পাঁচ বিধায়ক। বিজেপিতে যোগ দিলেন (Rabindranath Bhattacharya), বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ (Sonali Guha)। বিজেপির এই যোগদান মেলার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "মুখ্যমন্ত্রী বিনা পয়সায় গ্যাস দেওয়ার প্রস্তাবের কথা ১০ বছর আগে জানানোর কথা ছিল। কিছু না করে প্রতিশ্রুতি দেওয়া সন্দেহ জাগায়। গ্যাসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের হাতে ছেড়ে দেওয়াই ভাল। যারা বিনামূল্যে গ্য়াস সিলিন্ডার দিয়েছেন তারাই সামলাবে। মালদা জেলা পরিষদের ৩৮-এর মধ্যে ২১ আমাদের কাছে চলে এসেছে। প্রথম জেলা পরিষদ মালদা দিয়েই বিজেপি শুরু করবে। করোনার ডায়লগ দিয়ে আর নির্বাচনে জেতা যাবে না। যোগ্য জবাব মানুষ নির্বাচনে দেবেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram