West Bengal Election 2021: নিরপেক্ষ ভোটের স্বার্থে সিএমও-তে তালাচাবি লাগাতে হবে, দাবি শুভেন্দুর
ভোটের দিন ঘোষণার দিনেই কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন রথ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রচার সামগ্রী রাখার জন্য তাদের ভাড়া নেওয়া গুদামে গতকাল গভীর রাতে হামলা চালায় ১৫-২০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ভাঙচুর করা হয় ট্যাবলো। বাধা দেওয়ায় আক্রান্ত হন গুদামের নিরাপত্তা রক্ষী, রথ-গাড়ির চালক, খালাসি-সহ বেশ কয়েকজন। রথে থাকা এলইডি টিভি, ল্যাপটপও খোয়া গিয়েছে বলে বিজেপির অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সকালে যান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে সৌগত রায়ের দাবি, তৃণমূলের তরফে বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মুখ্যসচিব, ডিজি ভোটের কাজ করছেন, রাজ্যের কাজ করছেন না। নবান্ন থেকে তাঁদের সরাতে হবে নির্বাচন কমিশনকে। নিরপেক্ষ আধিকারিকদের বসাতে হবে আর সিএমও-তে তালা-চাবি লাগাতে হবে।’
পাল্টা ফিরহাদ হাকিম বলেছেন, ‘অন্যান্য রাজ্যগুলির চেয়ে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা অনেক ভাল। কিন্তু যার হাতে ক্ষমতা, সে যেমন নাচাচ্ছে, তেমনই চলছে।’