West Bengal Assembly Election 2021: 'ওদের ED-CBI-Modi, আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে', BJP-কে কটাক্ষ ফিরহাদের

Continues below advertisement

আজ বিজেপিতে যোগ দেন অনেকেই। এই যোগদান নিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "বিজেপির (BJP) কিছু নেই। যোগদান মেলা করে কিছুই হবে না। প্রচার হবে শুধু। ওদের কাছে ইডি (ED) আছে, সিবিআই (CBI) আছে, জেট প্লেন আছে, মোদি আছে, যোগদান মেলা আছে কিন্তু আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আছে।" মোদির ব্রিগেডের পরেই তৃণমূলে (TMC) বড় ভাঙন। একদিনে বিজেপিতে (BJP) তৃণমূলের পাঁচ বিধায়ক। বিজেপিতে যোগ দিলেন (Rabindranath Bhattacharya), বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ (Sonali Guha)। এদিকে মৌসমের ডাকা জেলা পরিষদের বৈঠকে বিক্ষোভ। মৌসমের (Mausam Noor) বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন জেলা পরিষদ সদস্য। বিজেপির মালদা জেলা পরিষদ দখলেই পরেই তৃণমূলে 'দ্বন্দ্ব'। এভাবে দলবদলের কোনও প্রভাব পড়বে না, দাবি মৌসমের। মালদা জেলা পরিষদ হাতছাড়া হওয়ার পরেই অন্তর্দ্বন্দ্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram