West Bengal District News: ইভিএম কারচুপির আশঙ্কায় নেতাদের স্ট্রংরুম পাহারা দিতে বললেন মমতা, দেখুন এক ঝলকে সব খবর
ইভিএম-এ কারচুপির আশঙ্কা। নন্দীগ্রাম ছাড়ার আগে দলের নেতাদের স্ট্রংরুম পাহারা দিতে নির্দেশ দিলেন তৃণমূল (TMC) নেত্রী। সূত্রের খবর, শুক্রবার উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে নন্দীগ্রামে দলের নেতাদের ডেকে এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে ভোটের পরেই নন্দীগ্রাম নিয়ে কমিশনে যায় তৃণমূল-বিজেপি। বহিরাগত দিয়ে ভোট করানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের। পাল্টা মমতার বিরুদ্ধে দু'ঘণ্টা বুথে থেকে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ বিজেপির। ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম। তৃণমূল থেকে বিজেপি, দু’পক্ষই দাবি করছে, নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে তারাই জয়ী হবে। তরজার আবহে তৃণমূল নেত্রী অন্য কোনও আসনে দাঁড়াতে পারেন বলেও জল্পনা উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী। যে জল্পনা সম্পূর্ণ খারিজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "দ্বিতীয় দফার ভোটে ভোট পড়ল ৮৬%। শুধু নন্দীগ্রামেই ৮৮%। এত ভোটই প্রমাণ করে অসাধারণ কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। গণতন্ত্র রক্ষায় ভোট দিন। হিংসার জায়গা নেই।" ট্যুইট রাজ্যপালের।