West Bengal District News : প্রকাশ্যে ছাপ্পা ভোটের হুমকি ময়নার TMC নেতার, কমিশনে অভিযোগ BJP-র, সঙ্গে আরও খবর

Continues below advertisement

West Bengal District News :  ২৪ মার্চ কাঁথিতে নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় যোগ দেবেন শিশির অধিকারী (Sishir Adhikari), ওইদিনই বিজেপিতে (BJP) যোগ দেওয়ার সম্ভাবনা। তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে সংঘাতে শিশির অধিকারী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কটাক্ষ। ‘যেতে চাইলে যাবেন’, পাল্টা জবাব সৌগতর। প্রচার রুখতেই নন্দীগ্রামে (Nandigram) হামলার করা হয়েছিল, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা (Mamata Banerjee)। এক সঙ্গে দুই কেন্দ্রের ভোটার তালিকায় নাম শুভেন্দুর (Suvendu Adhikari)। নন্দীগ্রামের তালিকা থেকে নাম বাতিল করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে পুজোর অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু। ‘বিশ্বাসঘাতক’ স্লোগান তুলে কনভয়ে বাধা। প্রকাশ্যে ছাপ্পা ভোট করার হুমকি দিলেন ময়নার তৃণমূল নেতা শেখ শাহজাহান আলি। এই নিয়ে কমিশনে অভিযোগ বিজেপির। আজ পুরুলিয়ায় আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। লোকসভায় থাকার জন্য বাঁকুড়ার সভায় গেলেন না স্মৃতি ইরানি (Smriti Irani)। জায়গায় জায়গায় তৃণমূল প্রার্থীদের মুখে ‘খেলা হবে’ স্লোগান। আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram