West Bengal Election 2021: ফের রাজ্যে অমিত শাহ , কোচবিহার, ঠাকুরনগরে জনসভা

Continues below advertisement

আজ কোচবিহারের (Cooch Behar) রাসমেলার মাঠ থেকে বিজেপির (BJP) চতুর্থ পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন অমিত শাহ (Amit Shah)। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে, বিজেপির সভামঞ্চের পাশেই গতকাল কৃষি আইনের বিরোধিতায় সভা করল তৃণমূল (TMC)। আর এনিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর। 

বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথটির উদ্বোধন করবেন অমিত শাহ! তা নিয়ে এখন গেরুয়া শিবিরের অন্দরে চূড়ান্ত প্রস্তুতি। বৃহস্পতিবার সকাল ১১টা ১০-এ কোচবিহার বিমানবন্দরে নামবেন অমিত শাহ।  ১১টা ২৫ মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাড়ে ১১টা নাগাদ রাসমেলার মাঠে পৌঁছবেন তিনি। সেখানে বিজেপির তরফে বিশাল মঞ্চ করা হয়েছে। বক্তৃতা করার পর ‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথের সূচনা করবেন অমিত শাহ। বুধবার সন্ধেয় গোটা প্রস্তুতি খতিয়ে দেখতে মেলার মাঠে পৌঁছন সায়ন্তন বসু, নিশিত প্রামাণিকরা।  

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram