West Bengal Elections 2021: ৩০ আসনে বাম-আইএসএফ সমঝোতা, ধোঁয়াশা কংগ্রেসকে নিয়ে

Continues below advertisement

বামেদের (CPIM) সঙ্গে জোট চূড়ান্ত আইএসএফ-এর (ISF)। রাজ্যের ৩০টি আসনে সমঝোতা হয়েছে তাঁদের। কিন্তু কংগ্রেসের (Congress) সঙ্গে জোট হচ্ছে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আইএসএফ প্রধান তথা ফুরফুরা শরিফের (Furfura Sarif) পীরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) জানিয়েছেন, নন্দীগ্রাম (Nandigram) থেকে লড়াই করার ইচ্ছা আছে তাঁর। রবিবার বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশে (Brigade) থাকবেন আব্বাস। বামেদের এই সমাবেশে উপস্থিত থাকবেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury), অধীর চৌধুরী (Adhir Chowdhury), সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra), ছত্তীসগঢ়ের  মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel), বিমান বসু (Biman Basu) সহ বাম-কংগ্রেসের নেতৃত্ব। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram