West Bengal Elections 2021: রাজ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়ের

Continues below advertisement

রাজ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসা-হানাহানির ঘটনা ঘটেছে। ফলে ভোটপর্ব চলাকালীন রাজ্যের মানুষ সুরক্ষিত নন। 

বিধানসভা ভোটের আনুষ্ঠানিক দামাম বেজে গেল। দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আর এরই মধ্যে রাজ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। সন্ত্রাসমুক্ত নির্বাচনের জন্য কয়েকদিন আগে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তিনি বলেন, স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করা হোক। গত বেশ কয়েক বছরে ভোটের সময় রাজ্যে হিংসা, সন্ত্রাসের চেহারা দেখে রাজ্যের মানুষ ভীত। এবছরের ভোট কীভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা যায় তার ব্যবস্থা করা হোক। এরপর শুক্রবার রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নিজেই জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর দাবি, গত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসা-হানাহানির ঘটনা ঘটেছে। ফলে ভোটপর্ব চলাকালীন রাজ্যের মানুষ সুরক্ষিত নন। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা নেয়, তার জন্য আবেদন জানিয়েই জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram