West Bengal Elections 2021: 'হুইল চেয়ারে বসে সহানূভূতি কুড়োতে চাইছেন', মমতাকে কটাক্ষ দিলীপের

Continues below advertisement

মমতাকে (Mamata Banerjee) ফের কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, ‘মোদিজির (Narendra Modi) স্কোরকার্ড দেখার জন্য নির্বাচন হচ্ছে না, ওনার সার্টিফিকেটের প্রয়োজন মোদিজির নেই। আগামী ৫ বছর পরে মোদিজি তাঁর হিসেব দেবেন। গত ৫ বছরেরও হিসেব আমরা দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দুবার জিতিয়েছে, তিনি কি কি করেছেন তার হিসাব দিতে হবে।’ নন্দীগ্রামে (Nandigram) মমতার আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর কাছে জবাব নেই তাই নাটক করছেন। ভালো পা’টাকে ভেঙে সেখানে ব্যান্ডেজ করেছেন। হুইলচেয়রে করে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন। মানুষ উন্নয়ন আর অধিকার চায়।’ অসামে বিজেপি বৈঠক প্রসঙ্গে দিলীপ বলেন, বাংলার কর্মীদের উৎসাহ ও পরিশ্রম যথেষ্ট, কিন্তু অভিজ্ঞতা কম। তাই কীভাবে এখানে নির্বাচনের কাজের ভালভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই নিয়েই বৈঠক হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram