West Bengal Elections 2021: বাংলার মানুষের অভাব-অভিযোগ জানতে পাড়ায় পাড়ায় 'দিদির দূত' ভ্যান
Continues below advertisement
ভোটের মুখে জনসংযোগ বাড়াতে TMC-র নতুন উদ্যোগ। চালু হল 'দিদির দূত' অ্যাপ। এই অ্যাপ ডাউলোড করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই ডাউনলোড করেছে এক লক্ষ মানুষ। বিভিন্ন রাজনৈতিক সভা ও জনসভা সরাসরি দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। পরে ঘুরবে 'দিদির দূত ভ্যানও। ভ্যানে থাকবে সাধার মানুষের জন্য করা কাজের তালিকা। মানুষ তাঁদের অভাব অভিযোগ জানাতে পারবেন এই ভ্যানে। TMC-র দাবি, BJP-র অপপ্রচারের বিরুদ্ধে হাতিয়ারও হয়ে উঠবে এই অ্যাপ।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Kolkata Rath Yatra Mamata Banerjee Ilambazar BJP's Parivartan Yatra 'Didir Doot'app 'Didir Doot' Van