Yogi Adityanath's Bengal Visit: দেশকে দিশা দেখানো বাংলা এখন অপরাধ-অরাজকতার আঁতুড়ঘর, মালদায় আদিত্যনাথ
ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। বিজেপির (BJP) উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার (Parivartan yatra) সমাপ্তি সভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা। এই বাংলার মাটি থেকেই নতুন পরিবর্তনের সূচনা হবে", মালদা থেকে পরিবর্তনের ডাক যোগী আদিত্যনাথের। তিনি বলেন, "বাংলায় কেন্দ্রের প্রকল্প চালু হয় না। বাংলা আগে দেশতে দিশা দেখাত, নেতৃত্ব দিত। এখন সেখানে অরাজকতা, অপরাধ বেড়েছে। বাংলায় পরিবর্তন আনতে হবে। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়। বাংলা পরিবর্তনের ভূমি। জয় শ্রীরাম বললে বাংলায় বাধা দেওয়া হয় কেন? বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বাংলাজুড়ে অরাজকতা চলছে। হিংসার ভূমি হয়ে উঠছে বাংলা। বাংলায় আয়ুষ্মান ভারত চালু নেই কেন?"