'ক্যামেরার সামনে স্বচ্ছন্দ নই, দক্ষতা আর পেশাদারিত্বই কাজ পাওয়ার চাবিকাঠি', এবিপি আনন্দকে বলছেন অনুপম রায়
Continues below advertisement
বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে ১০ বছর আগে টলিউডে পা রেখেছিলেন এক নতুন গায়ক, সুরকার। 'আমাকে আমার মতো থাকতে দাও'- এর সুরে প্রথম 'অটোগ্রাফ' দিয়েছিলেন প্লেব্যাকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 'পিকু' থেকে 'প্রাক্তন', পুরস্কৃত হয়েছে তাঁর একের পর এক ছবির সঙ্গীত পরিচালনার কাজ। টলিউডে স্বজনপোষণ থেকে শুরু করে করোনা পরিস্থিতির ধাক্কা, সঙ্গীত জগতের গল্পে এবিপি আনন্দে অকপট অনুপম রায়।
Continues below advertisement