Kunal Sarkar on KK demise: 'কাছে হাসপাতাল থাকতে কেন ২ ঘণ্টারও বেশি সময় নিয়ে যাওয়া হল?' কেকে'র মৃত্যুতে প্রশ্ন কুণাল সরকারের

Continues below advertisement

'অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেও সাধারণ বুদ্ধি প্রয়োগ করা উচিত ছিল। হাতের কাছের হাসপাতাল ছেড়ে ২-২.৩০ ঘণ্টার দূরের পথে নিয়ে যাওয়া হল, তারপর বলা হল হঠাৎ মৃত্যু হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।' কেকে-র মৃত্যুতে মন্তব্য কুণাল সরকারের। গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, কে কে-র কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram