Puja Adda with Amrita Rwitobroto Mumtaz: জমাটি পুজোর আড্ডায় মুমতাজ, ঋতব্রত আর অমৃতা.. কার কেমন পুজো পরিকল্পনা?

Continues below advertisement

ষষ্ঠীর দিনে জমাটি আড্ডায় মুমতাজ সরকার ও অমৃতা চট্টোপাধ্যায়, সঙ্গে থাকলেন ঋতব্রত চট্টোপাধ্যায়ও। ষষ্ঠীর দুপুরে জমে উঠল আড্ডা। আজ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু সপ্তমীর পুজো। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ৯টি পাতা নয়, ৯টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। কলাবউকে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু হল মাতৃ বন্দনা।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram