কোন শক্তিতে মা জগদম্বাকে সুস্থ করে তোলেন শ্রী রামকৃষ্ণ?
Continues below advertisement
ধারাবাহিক রানি রাসমণির উত্তর পর্বের গল্প এখন আবর্তিত হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে। অসুস্থ জগদম্বাকে নিয়ে উদ্বিগ্ন সকলেই। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে প্রার্থনা করে তাঁকে সুস্থ করে তোলেন গদাধর। অন্যদিকে ভৈরবী মা নিজের ভুল বুঝতে পেরে কাশীর উদ্দেশে রওনা দিয়েছেন। এরপরেই দক্ষিণেশ্বররের মন্দিরে আসবেন মা সারদা। শ্যুটিংয়ের ফাঁকে গল্পে মজলেন গদাধর, জগদম্বারা।
Continues below advertisement