Nairobi Fly Explained : কী এই নাইরোবি ফ্লাই! এক্ষেত্রে করবেনই বা কী, আর কী করবেন না । Bangla News
Continues below advertisement
নাইরোবি ফ্লাই, উত্তরবঙ্গজুড়ে আতঙ্কের নতুন নাম। ঠিক কী এটি? কী কী করবেন বা কী করবেন না এক্ষেত্রে? চিকিৎসকরা বলছেন আকারে যেহেতু খুব ছোট এই পোকা সে ক্ষেত্রে চোখে দেখা যায় না। ফলে পোকা ত্বকের সংস্পর্শে আসে। একইসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাইরোবি ফ্লাই কামড়ায় না বা হুল ফোটায় না। অসাবধানতাবশত পোকার গায়ে ঘষা লাগলে বা চাপ দিলে তার শরীর থেকে যে রাসায়নিক বের হয়, তা মানুষের ত্বকের সংস্পর্শে এসে পুড়িয়ে নষ্ট করে দেয়। #nairobifly #abplive #exclusive
Continues below advertisement