১০টায় সারাদিন: 'বাংলার মানুষ ঠিক করবে কী চায় পরিবারবাদ না বিকাশবাদ', মন্তব্য অমিত শাহের
Continues below advertisement
দু'দিনের রাজ্য সফরে অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে জেতানর ডাক বিজেপি নেতার। দিল্লিতে কী হয়েছিল? পাল্টা কটাক্ষ কটাক্ষ তৃণমূলের। বঙ্গ সফরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা শীর্ষে। পাল্টা দাবি তৃণমূলের। রাজ্যজুড়ে আয়কর অভিযান। কয়লা ব্যবসায়ী লালার বাড়িতে তল্লাশি।এ বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতি ইঙ্গিতপূর্ণ প্রশ্ন অমিত শাহের। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের মুখোমুখি অমিত শাহ। বুধবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর এতদিন ধরে ১৫৮টি মেট্রো চলছিল। ১১ নভেম্বর থেকে চলবে ১৯০টি মেট্রো। কৃষি আইনের বিরুদ্ধে ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক। আরএসএস ছাড়া সবার সমর্থন দাবি সেলিমের। এবার তমলুকে পাশাপাশি শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার। পোস্টার ঘিরে তুঙ্গে চর্চা। হার মানছে টিম ট্রাম্প? প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগপত্র তৈরি করছেন বলে খবর।
Continues below advertisement