Medical College: বিক্ষোভ-স্লোগানে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর

Continues below advertisement

সপ্তাহের প্রথম কাজের দিনে বিক্ষোভ-স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসাজনিত একাধিক বিষয়ে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল মেডিক্যাল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন MCDSA। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালের ফার্মেসিতে অনেক ওষুধই অমিল। ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে। পাশাপাশি MRI করাতে এলে দীর্ঘসূত্রিতার শিকার হতে হচ্ছে রোগীদের, অভিযোগ হাসপাতালের ওই ছাত্র সংগঠনের। দু'মাস পরে MRI করানোর ডেট মিলছে বলে অভিযোগ তাঁদের। এমনকী রক্তের সাধারণ পরীক্ষার রিপোর্ট পেতে সপ্তাহ পেরিয়ে যাচ্ছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। পাশাপাশি হাসপাতাল চত্বরে দালাল চক্রের রমরমার অভিযোগ তুলেও ক্ষোভ উগরে দেন তাঁরা। ৫ দিনের মধ্যে সমস্যা না মিটলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মেডিক্যাল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন MCDSA-র সদস্যরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram