আনন্দ লাইভ: নারদকাণ্ডে সুপ্রিমকোর্টের দ্বারস্থ মমতা বন্দ্য়োপাধ্যায়, কাল শুনানি

Continues below advertisement

বড়বাজার থানা এলাকার প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। স্টেশনারি দোকানের গুদামে আগুন লাগে। চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন নেভাতে কাটা হল দোকানের শাটার। নেতাজি সুভাষ রোর্ডের প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। 

ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, "আগুন লাগান কারণ এখনও জানা যায়নি। পুরো আগুনটা এখন উপরে ছড়িয়ে পড়েছে। নিচে আগুন নেই, যেখানে ধরেছিল। আগুনের সঙ্গে লড়াই চলছে। কোনও হতাহতের এখনও পর্যন্ত খবর নেই।

নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা বন্দ্য়োপাধ্যায়। মামলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পার্টি করা হলেও  হলফনামা জমা নেয়নি কলকাতা হাইকোর্ট।  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) হলফনামা নিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। কাল সুপ্রিম কোর্টে মমতা বন্দ্য়োপাধ্যায়ের করা মামলার শুনানি হবে। ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মলয় ঘটক। শুক্রবারের পর কাল মলয় মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। 

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। প্রথমে মাটিগাড়ায় তাঁকে কালো পতাকা দেখানো হয়। কার্শিয়ং পৌঁছনোর পরেই তাঁকে কালো পতাকা দেখানো হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়েছে। শান্তির পরিবেশে অশান্ত করার জন্য রাজ্যপাল পাহাড়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে। 

এদিকে আজও ফের রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল। রাজ্যের নির্বিকার মনোভাব নিয়ে রাজ্যকে নিশানা করেছেন তিনি। সাত দিন তিনি উত্তরবঙ্গে থাকবেন বলে জানিয়েছেন। উত্তরবঙ্গে তিনি আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে পরিস্থিতি দেখতে এসেছিলেন। স্থানীয় মানুষদের সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram