Ananta Maharaj: পৃথক রাজ্য নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পৃথক রাজ্য নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। 'প্রধানমন্ত্রীর দফতর থেকে পৃথক রাজ্য তৈরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে বলা হয়েছে। গ্রেটার কোচবিহার নামে পৃথক রাজ্য গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে', চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতির।
এবার নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি গৌরীশঙ্কর ঘোষের। ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন গৌরীশঙ্কর। 'মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার'। বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে গতকাল কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক বিল আটকে রাখার অভিযোগ। রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস সুপ্রিম কোর্টের। রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। রাজ্যের দায়ের করা মামলায় নোটিস সুপ্রিম কোর্টের। ৩ সপ্তাহ পর ফের শুনানি।'বিলগুলি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে'। মামলার পর জানায় রাজভবন, সওয়াল রাজ্যের আইনজীবীর। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা। কাল যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। 'বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি', নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ মমতার।