একদিকে তৃণমূল প্রার্থীতালিকায় একঝাঁক নতুন মুখ, অন্যদিকে পুরনোদের টিকিট না পেয়ে কান্না, বিক্ষোভ

Continues below advertisement

বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী। তাঁর ছেড়ে আসা ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা নিজেদের আসনেই লড়ছেন। বেহালা পূর্বের প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। কামারহাটিতে প্রার্থী হচ্ছেন মদন মিত্র। রানাঘাট উত্তর পশ্চিমে শঙ্কর সিংহ, কাটোয়ায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সবংয়ে মানস ভুঁইয়া, নাটাবাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়িতে গৌতম দেব, রায়গঞ্জে কানাইয়ালাল আগরওয়াল, কান্দিতে অপূর্ব সরকার, জঙ্গিপুরে জাকির হোসেনকে প্রার্থী করেছে তৃণমূল। পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, পূর্বস্থলীতে স্বপন দেবনাথ, কেশপুরে শিউলি সাহা। তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীতালিকায় (Candidate list) তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মনোজ তিওয়ারি, জুন মালিয়ার মতো তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। মেদিনীপুর সদরে প্রার্থী হয়েছেন জুন মালিয়া (June Malia)। তিনি বলেন, মেদিনীপুরেই তাঁর জন্ম, সেখানে প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কৃতজ্ঞ। ‘আমি সেখানে গিয়ে সবার সঙ্গে কাজ করব। দিদিও নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন, তাই আরও ভালো লাগছে। সকলের কাছে আমার আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন। সবাই মিলে দিদির হাত শক্ত করে ধরুন।’ জানান জুন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অনেক উন্নতি করেছে, আগামী দিনেও করবেন বলে দাবি জুন মালিয়া। আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার পর নানা জায়গায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। ভাঙড়ে এবার টিকিট পাননি আরাবুল ইসলাম (Ararbul Islam)। এই খবর জানার পরই ফেসবুকে আরাবুল লিখেছিলেন, ‘দলে আজকে আমার প্রয়োজন ফুরলো।’ এরপরই আরাবুল টিকিট না পাওয়ায় তাঁর আক্ষেপের কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, এই দলটাকে বুকে আঁকড়ে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছি। ভাঙড়ের মানুষের পাশে থেকেছি। এখন ভাঙড়ের মানুষ যা বলবেন, আমি তাই করব। আরাবুলের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। সাতগাছিয়ায় টিকিট না পেয়ে সোনালীর চোখে জল।  সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে টিকিট দিল না তৃণমূল। তাঁর পরিবর্তে সিঙ্গুর থেকে প্রার্থী করা হয়েছে রবীন্দ্রনাথের বিরোধী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত বেচারাম মান্নাকে। টিকিট পাননি বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাসও। তিনিও দলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, গোল করেও টিকিট পেলাম না। তৃণমূলের পাশাপাশি প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরাও। শুক্রবার প্রথম দুই দফার নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram