Assembly Election 2022: পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস, 'রায় মাথা পেতে নিলাম', ট্যুইট রাহুল গাঁধীর | Bangla News

Continues below advertisement

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে চার রাজ্যেই বিজেপির (BJP) জয়জয়কার।

উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড-মণিপুরে নিরঙ্কুশ বিজেপি। গোয়ায় একক বৃহত্তম। বড়সড় চমক দিয়ে ঝাড়ু-ম্যাজিকে পাঞ্জাব দখল আপের (AAP)। ৫ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস (Congress)।

পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস। রায় মাথা পেতে নিলাম, ট্যুইট রাহুল গাঁধীর (Rahul Gandhi)। ২২-র রায় ২৪-এর ভাগ্যনির্ধারণ করবে, খোঁচা নরেন্দ্র মোদির।

দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ রুখে দেওয়ার ষড়যন্ত্র চলছে। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হলেই বিরোধীরা ধর্মের নাম নেয়। মাফিয়াবাদ রুখেছেন যোগী। উত্তরপ্রদেশে বিপুল জয়ের পর বললেন মোদি (Narendra Modi)।

তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি। দ্বিতীয়স্থানে অখিলেশের দল। কংগ্রেস আটকে দুই আসনে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram