Bangladeh Chaos: পাকিস্তানের থেকেও বাংলাদেশে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর বেশি অত্যাচার।
ABP Ananda Live: এবছর আটই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলার দু'হাজার দু'শোটা ঘটনা ঘটেছে। একটি প্রশ্নের লিখিত উত্তরে, সংসদে এই তথ্য় দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য় অনুযায়ী, হিনদু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলার ঘটনার নিরিখে পাকিস্তানকেও ছাপিয়ে গেছে বাংলাদেশ। এবছর অক্টোবর অবধি পাকিস্তানে সংখ্য়ালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে ১১২টি। আর বাংলাদেশে ৮ ডিসেম্বর অবধি সেই সংখ্য়াটা ২ হাজার ২০০। এর মধ্য়ে ইউনূস সরকারের একের পর এক সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। ২০০৪ সালে চট্টগ্রামে ট্রাকবোঝাই অস্ত্র পাচারের মামলায় মৃত্যুদণ্ড মকুব করা হয়েছে তৎকালীন খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-সহ ৬ জনের। এই মামলায় সাজাপ্রাপ্ত জঙ্গি সংগঠন আলফা-র সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে।