আজ বাংলায়: মহারাষ্ট্রে ১১ জন বন্দী সমাজকর্মীর মুক্তির দাবিতে সরব বিশিষ্টজনেরা, সঙ্গে আরও খবর
Continues below advertisement
রাজ্যে ফিরল চিনা হামলায় নিহত জওয়ান রাজেশ ওরাং-র মৃতদেহ। সন্ধ্যে ৭ টা ৩৫ নাগাদ বিশেষ বিমানে নিয়ে আসা হয় মৃতদেহ। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে পানাগড় সেনা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় রাজেশ ওরাং-র মৃতদেহ। চিনা আগ্রাসনের প্রতিবাদ দেশজুড়ে। চিনকে কড়া জবাব দেওয়ার সঙ্গে উঠল চিনা দ্রব্য বয়কটের দাবি। ভারভারা রাও-সহ ১১ জন বন্দী সমাজকর্মীর জামিনে মুক্তির দাবিতে সরব বিশিষ্টজনেরা। বিশিষ্টজনদের কথায়, বন্দিশালায় যদি তাঁদের করোনা সংক্রমণ হয় তার দায় সরকারের।
Continues below advertisement
Tags :
India-China Conflict In Ladakh Rajesh Orang Varvara Rao Indo-China Conflict Aparna Sen Abp Ananda Coronavirus