ভারভারা রাও, সুধা ভরদ্বাজ সহ ১১ জেলবন্দির মুক্তির দাবিতে বিশিষ্টদের খোলা চিঠি কেন্দ্রকে

Continues below advertisement

ভারভারা রাও, সুধা ভরদ্বাজ সহ ১১ জন জেলবন্দির মুক্তির দাবিতে সরব বিশিষ্টজনেরা। খোলা চিঠি কেন্দ্রকে। চিঠিতে হুঁশিয়ারি, করোনার সময় ইচ্ছাকৃতভাবে জেলখানায় বন্দি করে রাখার ফলে কেউ সংক্রমিত হলে দায়ী থাকবে সরকার।খোলা চিঠিতে সই করেছেন, অমল পালেকর, শাবানা আজমি, শঙ্খ ঘোষ, অপর্ণা সেন, কৌশিক সেন সহ ৩৭৫ জন বিশিষ্ট ব্যক্তি। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram