হাওড়ার কয়েকটি ওয়ার্ড এবং উত্তর হাওড়াকে রেড জোন হিসেবে ঘোষণার পর বাজারগুলিতে শুরু পুলিশি তৎপরতা
Continues below advertisement
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার বাজারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারপরই জেলা প্রশাসনের তরফে মধ্য হাওড়ার কয়েকটি ওয়ার্ড এবং উত্তর হাওড়াকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার প্রেক্ষিতেই আজ পুলিশি নজরদারি বাড়ানো হয়। মাইকে করে প্রচারের পাশাপাশি বাজারগুলিতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার পর। মধ্য হাওড়ার কদমতলা বাজার ও কালীবাবুর বাজারের বাইরে পুলিশ পিকেট। পুলিশ কর্মীরা একসঙ্গে বেশি লোককে বাজারে ঢুকতে দিচ্ছেন না।
পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গার্ডরেল বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে।
পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গার্ডরেল বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে।
Continues below advertisement
Tags :
Howrah Markets Coronavirus Cases In Howrah COVID-19 Cases In West Bengal Kaibabur Bazar Howrah Bazaars Kadamtala Bazar Coronavirus News Howrah Abp Ananda Coronavirus Update CM