Cyclone Jawad: ধেয়ে আসছে জাওয়াদ, হাতানিয়া দোয়ানিয়া নদীতে নামখানা থানার পক্ষ থেকে মাইকে সতর্কবার্তা| Bangla News

Continues below advertisement

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপর যে গভীর নিম্নচাপ রয়েছে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সেই সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে তা আছড়ে পড়ার কথা। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামীকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় প্রভাব পড়ার সম্ভাবনা রবিবারও।  

এই প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গঙ্গাসাগর কোস্টাল থানার তরফে মত্‍স্যজীবীরা যাতে মাছ ধরতে না যান, সে বিষয়ে মাইকে প্রচার চালানো হয়। নামখানা, ফ্রেজারগঞ্জেও সতর্ক করা হয় মত্‍স্যজীবীদের। জেলা প্রশাসনের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে নামখানা থানার পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram