এক ডজন গল্প: আমির, দীপিকা, কোহালিদের চিনা পণ্যের বিজ্ঞাপন না করার আবেদন করল সিএআইটি ও অন্য খবর

Continues below advertisement
লাদাখে চিনা আগ্রাসনের জের। চিনা পণ্যের বিজ্ঞাপন না করার আবেদন ব্যবসায়ী সংগঠন সিএআইটির তরফে। আবেদন করা হল আমির খান, দীপিকা পাদুকোন, বিরাট কোহালিদের। পাশাপাশি চাইনিজ খাবার না খাওয়ার আর্জি মন্ত্রী রামদাস আটওয়ালের। ভারতে চিনা পণ্য বয়কটের ডাক, পাল্টা হুঁশিয়ারি বেজিংয়ের। লাদাখ ইস্যুতে আগামীকাল প্রধানমন্ত্রীর ডাকে সর্বদলীয় বৈঠক। মৃদু উপসর্গ ও উপসর্গহীনদের জন্য নয়া পরিকল্পনা রাজ্য স্বাস্থ্য দফতরের। চালু হচ্ছে স্যাটেলাইট হেলথ ফেসিলিটি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram