ফটাফট: 'বিষক্রিয়াতেই মৃত্যু চোপড়ার কিশোরীর', জানাল পুলিশ, বুধবার পর্যন্ত বন্ধ মানিকতলা বাজার ও অন্যান্য খবর

Continues below advertisement

ছাত্রীর মৃত্যুতে রণক্ষেত্র চোপড়া। দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ। বিষক্রিয়াতেই ছাত্রীর মৃত্যু, মেলেনি কোনও শারীরিক নিগ্রহের চিহ্ন, চোপড়াকাণ্ডে জানাল রাজ্য পুলিশ। রাজ্যে একদিনে রেকর্ড করোনা সংক্রমণ, আক্রান্ত ২ হাজার ২৮৭। কলকাতাতেই একদিনে সংক্রমিত ৬৬২ জন। কোভিড আক্রান্ত কোচবিহার পুরসভার প্রশাসক। করোনায় মৃত্যু প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর, আইসোলেশনে গোয়েন্দা প্রধান। বুধবার পর্যন্ত বন্ধ মানিকতলা বাজার। দমদমে চলবে আংশিক লকডাউন। দিতে হবে শুধু জুন মাসের বিল, জানিয়ে দিল সিইএসসি কর্তৃপক্ষ। টেপ-তদন্তে সিট গঠন রাজস্থান সরকারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram