Kabir Suman Hospitalized: শ্বাসকষ্ট নিয়ে SSKM-এ ভর্তি কবীর সুমন, রয়েছেন অক্সিজেন সাপোর্টে
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন (Kabir Suman)। ভর্তি আছেন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে।
অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর গলায় প্রবল ব্যাথা, কথা বলতে কষ্ট হচ্ছে।
অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccination) নিয়ে আজ ফের দুটি মামলা দায়ের। হাইকোর্টে দায়ের করা হয়েছে দুটি জনস্বার্থ মামলা। রায়গঞ্জের হাসপাতালে ২০কোটি টাকার কিট চুরির ঘটনায় তদন্ত চেয়ে মামলা আইনজীবী তাপস মাইতির। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে রাজ্যে জরুরী ওষুধ বন্টন ও ব্যবহারে ফৌজদারি তদন্তের দাবিতে মামলা দায়ের করলেন বিজেপি (BJP) যুব মোর্চার রাজ্য সহ সভাপতি। সিবিআই (CBI) তদন্ত চেয়ে আবেদন জানানো হয়েছে। কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন। যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণের আবেদন।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) রাস্তায় নামলেন বাম কর্মী-সমর্থকরা। সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় নামে বামেরা। পুরসভার সামনেও দেখানো হয় বিক্ষোভ। পুলিশ তাঁদের প্রতিহত করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) বলেন, "যেখান অনেক এলাকায় মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য রাজি করানো যাচ্ছে না, সেখানে ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ডে সেই চেতনাকে আঘাত করা হচ্ছে। সরকার যে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দুর্নীতিকে আরও একবার মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছে এই ঘটনা। এই বাজারে ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ড সরকারের মদতে, উস্কানি, প্রশয়েই হচ্ছে। এর বিরুদ্ধেই ছাত্র যুব মহিলারা আজ পথে নেমেছি।"