Jagdeep Dhankhar on GTA: 'কোটি-কোটি টাকার দুর্নীতি, CAG দিয়ে অডিট করাব', GTA নিয়ে সরব রাজ্যপাল
এবার জিটিএ-র (GTA) বিরুদ্ধে সরব রাজ্যপাল। জিটিএর কাজে কোনও স্বচ্ছতা নেই। নির্বাচন হয়নি, চলছে বিভিন্ন ধরনের দুর্নীতি। কলকাতায় ফেরার আগে দার্জিলিংয়ের রাজভবনে সাংবাদিকদের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, 'একাধিক গুরুতর অভিযোগ আমার কাছে এসেছে। জিটিএর বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতার অভিযোগ পেয়েছি। কোটি কোটি টাকার সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালের পরে জিটিএ-র নির্বাচন হয়নি। কয়েক হাজার কোটি টাকা জিটিএকে দেওয়া হয়েছে। কিন্তু জিটিএতে কোনও অডিট হয়নি। রাজ্যপাল হিসাবে আমার আইনি ক্ষমতা ও এক্তিয়ার রয়েছে। জিটিএর অ্যাকাউন্টে সিএজির (CAG) মাধ্যমে অডিট আমি নিশ্চিত করব। প্রশাসকমণ্ডলীর সদস্যদের এর দায়িত্ব নিতে হবে।'
এদিকে ভুয়ো IAS দেবাঞ্জন দেবকে নিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ২০২০ সালের ডিসেম্বরে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন দেবাঞ্জন দেব। সেই সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। ২ মাস পর সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করেন দেবাঞ্জন। পুলিশ সূত্রে খবর, দেহরক্ষীকে রেখে দিয়েছিলেন তিনি। এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গত বছর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়।