সংক্রমণ রুখতে বন্ধ কাদাপাড়া, জোড়ামন্দির ও উল্টোডাঙা মুচিবাজার
Continues below advertisement
কলকাতায় কন্টেনমেন্ট জোনগুলিতে নতুন করে লকডাউনের নির্দেশ। তবুও বিভিন্ন বাজারে উঠে আসছে স্বাস্থ্যবিধি না মানার ছবি, যার জেরে আরও বেশি করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। সংক্রমণ রুখতে কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর অন্তর্গত তিনটি বাজার শনি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত। ওই তিনটি বাজার হল কাদাপাড়া, জোড়ামন্দির এবং উল্টোডাঙা মুচিবাজার। ওই তিনটি বাজার ছাড়া অন্যান্য বাজার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে।
Continues below advertisement
Tags :
Ultodanga Muchipara Bazar Kadapara Bazar Joramandir Bazar Kolkata Municipality Corporation Markets Closed Abp Ananda Coronavirus Covid-19